"কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার মণ্ডল।
শ্রীপুর প্রেসক্লাবের সদস্য সচিব আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মোল্যা মিজানুর রহমান, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, সংগীত শিক্ষক মায়া ভৌমিক প্রমুখ।
আপনার মতামত লিখুন :