Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২১, ২০২৫, ০৫:২১ পিএম টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে টাঙ্গাইলে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসময় মিছিলে তৌহিদি জনতার ব্যানারে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ও সাধারণ মানুষ।
এসময় মিছিলে শ্লোগান দেওয়া হয়, ফিলিস্তিনে হামলা কেনো জাতিসংঘ জবাব চাই, ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন কেনো জাতিসংঘ জবাব চাই? বয়কট বয়কট ঈসরাইল বয়কট।
এসময় উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনসার আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির কল্যান ও অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলাম সহ তৌহিদি জনতা। 

Side banner