Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
খুলে দেওয়া হলো ৪৪ গেট

কমেছে তিস্তার পানি, স্বস্তি ফিরলেও ভাঙনের আশঙ্কা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ৩০, ২০২৫, ০৬:৩৯ পিএম কমেছে তিস্তার পানি, স্বস্তি ফিরলেও ভাঙনের আশঙ্কা

কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। এতে তিস্তা পারের মানুষের মনে স্বস্তি ফিরলেও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার (৩০ জুলাই) সকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার স্পর্শ করে। তবে সকাল ৯টায় তা কমে ৫২ দশমিক ৭ সেন্টিমিটারে নেমে যায়, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচে।
এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) রাতে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সে সময় নদীপাড়ের নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দারা আতঙ্কে রাত পার করেন।
উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, চড় গ্রামের বাসিন্দারা আতঙ্কে দিনযাপন করছেন। কখন যে বাড়িঘর সরাতে হবে ঠিক নেই। এরই মধ্যে নিম্নাঞ্চল ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তবে সকাল ৯টা থেকে পানি কমতে শুরু করায় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, এখন তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বড় ধরনের ঝুঁকি আপাতত নেই, তবে সতর্কতা অব্যাহত রয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি কমছে। তবে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টিপাত হলে আবারও বাড়তে পারে।

Side banner