Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২৫, ০১:৫৮ পিএম চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ

চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। ফেসবুকে দেওয়া ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচার আকুতি জানান তিনি। 
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। 
ভিডিওতে চিকিৎসক ইকবাল হোসেন বলেন, সন্ত্রাসী হারুণসহ কয়েকজন চাঁদা না দেওয়ায় আমাকে মেরে ফেলতে চাইছে। তারা আমাকে হত্যা করতে চায়। আমি অবরুদ্ধ। আপনারা দ্রুত পুলিশ পাঠান।
চিকিৎসক ইকবাল হোসেন বলেন, ভাই আপনারা আসেন, আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। হারুন ও হুমায়ুনসহ ১০-১২ জন আমাকে মারতে চায়। আমি পালিয়ে একটি ঘরে আশ্রয় নিয়েছি।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে জানান, প্রতিবেশীর সঙ্গে জমি-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। এটি জমি-সংক্রান্ত বিষয়। তিনি (চিকিৎসক) বর্তমানে চিকিৎসাধীন আছেন।

Side banner