Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরিষাবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  আগস্ট ১৩, ২০২৫, ০৭:৪৯ পিএম সরিষাবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার রোধ ও তামাক জাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের হাত থেকে যুবসমাজ ও স্কুল শিক্ষার্থীদের রক্ষা করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। 
এ সময় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, সরিষাবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু,  সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাসুদ রানা বক্তব্য দেন।

Side banner