বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর রুটিন টহলের সময় ৩৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটা ডিটাচমেন্টের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আব্দুর রহমান (ট্যাজ) বিএন এর নেতৃত্বে একটি সশস্ত্র সেকশন সিভিল ডাবল কেবিন পিকআপ (পটুয়াখালী-ঠ ১১-০০২৫) যোগে টহল পরিচালনা করছিল। এ সময় কাটাখালি এলাকার মোঃ জসিম (৩৫) নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ঘটনাস্থলে মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছিল।
আটক জসিম বরগুনার পাথরঘাটা উপজেলার কাটাখালি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে আইনি প্রক্রিয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :