বাংলাদেশের দক্ষিণের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পূর্নবহালের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচিতে সকাল থেকে সন্ধা পর্যন্ত বাগেরহাটের ঢাকা-খুলনা মহসড়ক কাটাখালী মোড়, রামপালে ভাগার মোড়, মোংলা পৌরসভা সহ সর্বত হরতাল অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
অবরোধ কর্মসূচীতে অংশগ্রহণ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম, জামায়াত ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
সকাল থেকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক ঘুরে দেখা গেছে অবরোধের সমর্থনে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধ রয়েছে, এতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা জেলা।
নেতৃবৃন্দরা হুসিয়ারি উচ্চারণ করে বলেন, সিইসি তার অবস্থান থেকে সরে না আসলে এবং বাগেরহাটে ৪ টি সংসদীয় আসন ফেরত না দিলে আন্দোলন করে বাংলাদেশ থেকে বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করা হবে। আসন না ফেরানো পর্যন্ত শান্তিপূর্ণ সর্বদলীয় কর্মসূচী চলমান রাখা হবে বলে হুসিয়ারি দেন নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :