Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

হোমনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু


দৈনিক পরিবার | হোমনা প্রতিনিধি জুন ৩, ২০২৩, ০৫:০৫ পিএম হোমনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

কুমিল্লার হোমনা সরকারী ডিগ্রি কলেজ রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতরা হলেন হোমনা পূর্ব পাড়া গ্রামের মো. সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে ইভা সাওদা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ দিকে নিহত মা ও তার একমাত্র শিশু মেয়েকে নিয়ে হোমনা থেকে শ্রীমদ্দি বাবার বাড়িতে যাচ্ছিলেন। এসময় পশ্চিম দিক থেকে একটি ট্রাক আসছিল অপর দিক থেকে একটি অটো রিক্সা পাশ দিয়ে যাওয়ার সময় গ্যারেজের সামনে অটো রিক্সা হেলে পড়ে মা মেয়ে ট্রাকের নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাইফুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হলেও চালকে আটক করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

 

 

Side banner