Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

রামুতে খড়ের বস্তায় মিলল ১ লাখ ৩০ হাজার ইয়াবা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৯:২৩ এএম রামুতে খড়ের বস্তায় মিলল ১ লাখ ৩০ হাজার ইয়াবা

কক্সবাজারের রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়  একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদককারবারী আবু তাহের (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার বাসিন্দা সুলতান আহমদের ছেলে।
পুলিশ জানিয়েছে, খড়ের বস্তায় কৌশলে ১৩ টি ইয়াবার প্যাকেট লুকিয়ে পাচারের উদ্দেশ্যে এ যুবক মোটরসাইকেলযোগে কক্সবাজার যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান করেছে জেলা পুলিশ, ইয়াবা পাচারে জড়িতদের বিরুদ্ধে এই তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে  প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Side banner