Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

উলিপুরে একাধিক মন্দির সংস্কারে আব্দুস সোবহানের টিন উপহার


দৈনিক পরিবার | মোশাররফ হোসেন সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:১০ পিএম উলিপুরে একাধিক মন্দির সংস্কারে আব্দুস সোবহানের টিন উপহার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিনটি মন্দির সংস্কারের জন্য টিন উপহার দিয়েছেন উলিপুরের জনমানুষের নেতা আব্দুস সোবহান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর বাজারের বাণী ট্রেডার্স থেকে আব্দুস সোবহানের পক্ষে সাইদুল ইসলাম ও নয়ন মিয়া এ টিন বিতরণ করেন।
গুনাইগাছ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দাসপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে নতুন চালা নির্মাণের জন্য দেড় বান্ডিল, তবকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালিরপাট সর্বজনীন দুর্গা মন্দিরে দুই বান্ডিল এবং বুড়া-বুড়ি মন্ডলের হাট সর্বজনীন দুর্গা মন্দিরে আরও দুই বান্ডিল টিন বিতরণ করা হয়।
উপহারপ্রাপ্ত টিন স্ব স্ব মন্দির কমিটির সদস্যরা গ্রহণ করেন।
এ সময় আব্দুস সোবহান এক বার্তায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরগুলোর সংস্কারে আমি ছোট্ট একটি সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও উলিপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমি কাজ করে যেতে চাই।
মন্দির কমিটির পক্ষ থেকে আব্দুস সোবহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা বলেন, এ ধরনের সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণার। এর ফলে পূজার আগে সংস্কারের কাজ সম্পন্ন করা সহজ হবে।

Side banner