Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

পাবনা সড়কের বেহাল চিত্র, ভোগান্তিতে পথযাত্রিরা 


দৈনিক পরিবার | মো. সজিব হোসেন সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:৪৮ পিএম পাবনা সড়কের বেহাল চিত্র, ভোগান্তিতে পথযাত্রিরা 

পাবনা, ঈশ্বরদী এবং কুষ্টিয়া যাবার রোড হিসাবে ব্যবহার করা হয় পাবনা টু রূপপুর মিনি বিশ্বরোড। রোডটি পাবনা হয়ে কাশিপুর, নাজিরপুর, দাপুনিয়া, মাধপুর, আওতাপাড়া, মাধোপপুর হয়ে রূপপুর টু কুষ্টিয়া রোডে সংযুক্ত হয়। যে রোডের এখন বেহাল দশা, বলা যায় রোড একদম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ২৫/৩০ কিলোমিটার এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ির চলাচল, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় হাজার হাজার শ্রমিক চলাচল করে এই রাস্তা দিয়ে। 
ভারি যানবাহনসহ সব ধরনের যানবাহন চলাচল করে থাকে পাবনা টু রূপপুর মিনি বিশ্বরোড দিয়ে। যেখানে ভাঙ্গা রাস্তা ২৫/৩০ কিলোমিটার হলেও বিশেষ করে মাধপুর বাজারে যেনো কোনো ভাবে যানবাহন সঠিক ভাবে চলাচল করতে পারে না, এই বাজারে দুর্ঘটনা যে নিত্য দিনের সঙ্গী। বড় বড় গর্ত থাকায় বৃষ্টির দিনে আরো বেশি বিপাকে পরতে হয় পথযাত্রিদের। রাস্তার এই বেহাল দশার জন্য ইমারজেন্সী রুগী, স্কুল/কলেজ ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সঠিক সময় গন্তব্যে পৌছাতে পারেন না।
বিশেষ করে মাধপুর বাজারে বাজার বসে প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার এই ২ (দুই) দিনে বাজার করতে আসা সাধারণ মানুষকে এবং ব্যবসায়ীদের অনেক ভোগান্তি পোহাতে হয়।

Side banner