মহাসড়কের পাশে একটি গাছের নিচে বসে থেকে পান চিবাচ্ছেন ও হাসতে হাসতে কোলে থাকা নবজাতককে আদর করছেন এক নারী। মাঝে মধ্যে চুমুও খাচ্ছেন। কেউ শিশুটিকে কোলে নেওয়ার চেষ্টা করলে তিনি আগলে রাখছেন, বিরক্তি প্রকাশ করছেন। আশপাশে ছড়িয়ে আছে বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগ ও নোংরা জিনিসপত্র, চারপাশে উড়ছে মশা-মাছি।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানার সামনে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক শিশুকে দেখা গেছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে এই দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির জন্ম তিন থেকে পাঁচ দিন আগে হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, তিন মাস আগে থেকেই ওই নারীকে গর্ভবতী অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। মাঝে কিছুদিন দেখা না গেলেও গত দুদিন ধরে আবার নান্দাইল সদরে অবস্থান করছেন তিনি। তবে শিশুটির পিতা বা নারীর পরিচয় কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি। কারো মতে তার নাম ‘ময়না’ হতে পারে, কিন্তু তা প্রকৃত নাম কি না তা নিশ্চিত নয়।
শিশুটির জন্ম কোথায় ও কীভাবে হয়েছে জানতে চাইলে ওই নারী কোনো সুস্পষ্ট উত্তর দিতে পারেননি।
একপর্যায়ে নাম জানতে চাইলে তিনি শিশুটির নাম ‘শুক্কুইরা’ বলে জানান। তবে শিশুটির পিতার পরিচয় জানতে চাইলে তিনি আশপাশের লোকজনের দিকে ইশারা করে উচ্চস্বরে হাসতে থাকেন। এতে উপস্থিত অনেকেই সরে যান।
এক নারী শিশুটিকে কোলে নেওয়ার চেষ্টা করলে ওই মানসিক ভারসাম্যহীন নারী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আক্রমণের চেষ্টা করেন। পরে তিনি শিশুটিকে নিজের জামার ভেতরে লুকিয়ে রাখেন।
নবজাতকটির লালন-পালন নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। মা ও সন্তান দুজনেই খোলা আকাশের নিচে অবস্থান করায় শিশুটির স্বাস্থ্যের ঝুঁকিও রয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ওই নারীকে খুঁজে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








































আপনার মতামত লিখুন :