ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা কামাল।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। প্রায় ৫শতাধিক নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে যান গোলাম মোস্তফা কামাল। গত শনিবার সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। এরপর মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারপরই অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে গতকাল রবিবার গোলাম মোস্তফা কামাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা গোলাম মোস্তফা কামাল। তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু করেন। ওবায়দুল কাদের ও চুন্নু কমিটির সদস্য ছিলেন গোলাম মোস্তফা কামাল। শুধু তাই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের জিএসও নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত সময়ে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের ১নং সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী গোলাম মোস্তফা কামাল। তিনি বাঞ্ছারামপুরবাসীর দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :