Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

হোমনা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ পরিদর্শন


দৈনিক পরিবার | মো. তপন সরকার মার্চ ১, ২০২৪, ০৫:৫৮ পিএম হোমনা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ পরিদর্শন

কুমিল্লার হোমনা পৌর এলাকায় নাগরিকদের জন্য সুপেয় খাবার পানির সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে পৌরসভার বাগমারা নদীর তীর এলাকাতে পৌর মেয়রের একান্ত প্রচেষ্টায় জিওবি, বিশ্বব্যাংক ও এআইআইবি'র অর্থায়নে ১৩ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম, প্রকল্পের কনসালটেন্ট মো. রিয়াজুল বারী ভূঁইয়া।
মেয়র মো.নজরুল ইসলাম বলেন, জলাবদ্ধতার পর পৌরবাসীর জন্য আরেকটি দুশ্চিন্তার নাম হচ্ছে বিশুদ্ধ পানি। বর্তমানে ভূগর্ভস্ত পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে বিশুদ্ধ পানির সংকট। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি পুরোপুরি কাজ বাস্তবায়ন হলে পৌরবাসীকে নিয়মিত সুপেয় পানি সরবরাহ দেওয়া যাবে।

Side banner