Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে নাগরিক সমাজের উদ্যোগে ঈদ পুনমির্লনী


দৈনিক পরিবার | এ জেড ভূঁইয়া এপ্রিল ১৪, ২০২৪, ০৯:৩৯ এএম সীতাকুণ্ডে নাগরিক সমাজের উদ্যোগে ঈদ পুনমির্লনী

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেইনে উন্নীতকরণ (সীতাকুণ্ড অংশ) বিষয়ে বিকল্প প্রস্তাব নিয়ে এক মতবিনিময় সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ এপ্রিল) বিকাল চারটায় সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময় সভা ও ঈদ পুনমির্লনী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) এর চেয়ারম্যান মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সভাপতি মো. গিয়াস উদ্দিন এর সঞ্চালন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক প্রফেসর ডঃ মো. ফসিউল আলম।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক-মানবিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চট্টগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ (বড়দারগাহাট ফৌজদার:৩৭ কিঃমিঃ) অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় এই এলাকার বহু বাড়ী-ঘর, সরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, হাট-বাজার, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, হাসপাতাল, মসজিদ-মন্দির, কবরস্থান, শ্মশানসহ শতশত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থপনা উচ্ছেদ হয়ে যাবে। এতে সীতাকুণ্ডের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অফুরন্ত ক্ষতিগ্রস্ত  হবে। একটি কমিটি গঠনের মাধ্যমে  এ বিষয়ে  বিকল্প প্রস্তাব প্রনয়ন করে  সরকারের নীতি নির্ধারকদের উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

Side banner