Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

নাসিরনগরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি আগস্ট ১৪, ২০২৪, ০৩:৫৫ পিএম নাসিরনগরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগিদের বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নাসিরনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) নাসিরনগর উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান ও সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন এর নেতৃত্বে নাসিরনগর শহীদ ইমরান চত্বর (কলেজ মোড়) এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
অবস্থান কর্মসূচির আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ ইমরান চত্বরে এসে জড়ো হয়।

Side banner