কুড়িগ্রামে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে কেন্দ্র ঘোষিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মৃদুল, কুড়িগ্রাম শাখার আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আতিক হাসান প্রমুখ।
বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে ৬ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষার্থী রমজান মিয়া, মিজানুর রহমান, রুকাইয়া আক্তার খুশি, নিয়তি খাতুন, লিজা খাতুন।
আপনার মতামত লিখুন :