Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি  নভেম্বর ২৫, ২০২৪, ১০:১৭ পিএম কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন সদকী ইউনিয়নের ফুলতলা মাঠপাড়া এলাকার শাহিন হোসেনের ছেলে শুভ (১৮)। তিনি পেশায় দর্জি ছিলেন।
জনা যায়, সোমবার সন্ধায় শুভ বাইসাইকেলে শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপর পৌঁছালে বিপরিত দিক থেকে দ্রুতগামী মোটরসাইকেল তাকে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান।

Side banner