Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

রাউজানে দূবৃর্ত্তদের আগুনে পুড়ল ৬টি গরুসহ ঘোয়ালঘর 


দৈনিক পরিবার | মিলন বৈদ্য শুভ নভেম্বর ২৯, ২০২৪, ০৮:৩৯ পিএম রাউজানে দূবৃর্ত্তদের আগুনে পুড়ল ৬টি গরুসহ ঘোয়ালঘর 

চট্টগ্রামের রাউজানে একরাতে একই এলাকার পাশাপাশি দুইটি স্থানে আগুনে পুড়ল ৬টি গরু, ধানসহ ঘোয়ালঘর। উপজেলার কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সমশের পাড়া হাজী রহিম বক্সের বাড়িতে এই ঘটনা ঘটেছে। 
তথ্যসূত্রে জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার সময় নুরুল আবচারের ঘরের পাশে থাকা খড়ের গোদায় আগুনের ঝলক দেখতে পায় স্থানীয় এক ব্যাক্তি। সাথে সাথে আগুন আগুন বলে চিৎকার করে উঠে।  ঘরে তখন জিয়াফতের অনুষ্ঠান থাকায় স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সাহায্যে প্রায় একঘন্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
নুরুল আবছারের ঘরের কিছুটা দূরে অবস্থিত বাদীর শ্যালক অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রাশেদের ঘরের পাশে থাকা খড়ের গোদায়ও আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এতে করে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের প্রায় ৪লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি। 
এতে বাদীর স্ত্রী ফেরদৌস সহ আরো দুইজন আহত হয়েছে বলে জানান তারা। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা করেছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবার দূইটি। 
পরেরদিন ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় নুরুল আবছার বাদী হয়ে পাশ্ববর্তী ওহাব মিয়া সওদাগরের বাড়ির মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ কাশেম সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং উক্ত ঘটনায় সুষ্ঠু বিচারের জোর দাবী জানান।

Side banner