ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে পুলিশকে মারপিট করে হ্যান্ডকাপ নিয়ে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি পালিয়েছে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ৬ টায় গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি মাসুক মিয়া (৪০) কে ধরতে গেলে নাসিরনগর থানার এসআই কামাল সহ ২ জনকে মারপিট করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যান তিনি। আহত পুলিশ সদস্যদের নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মাসুক মিয়াকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় তারা মাসুক মিয়াকে গ্রেপ্তার করলে ঘটনাস্থলে তার সহযোগী ও স্বজনরা হামলা চালায়, পরে তিনি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যান এবং স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।
উল্লেখ্য পলাতক আসামী মাসুক মিয়া চাঁদাবাজি মামলা ছাড়াও জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা চেষ্টা মামলার ৯৭ নং আসামী।
এ বিষয় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, আসামির ধরতে গিয়ে স্বজনদের হামলায় আসামী পালিয়ে গেছে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাপ এর বিষয় জানতে চাইলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
আপনার মতামত লিখুন :