Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ১৬, ২০২৫, ১২:৩৪ পিএম চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৪ জুলাই) গভীররাতে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্য কর্মস্থলে ছিলেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। 
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কর্মস্থল থেকে ফিরে চকরিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  
তিনি ভুক্তভোগীর বরাতে জানান, রাত আনুমানিক ৩টার দিকে মুখে কাপড় বাঁধা এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই সে ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

Side banner