নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শান্ত (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ওইদিন বিকেলের দিকে উপজেলার গোপালপুর মাঝিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শান্ত চন্দ্র দাস ওই গ্রামের প্রণয় দাসের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শান্ত শিশুটিকে খেলার কথা বলে অন্য জায়গায় ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে করতে ঘটনাটি তার মা ও পরিবারের অন্যদের জানায়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেছেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান অভিযোগ নিশ্চিত করে বলেন, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :