Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
আটক-২

হোমনায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ


দৈনিক পরিবার | হোমনা প্রতিনিধি জুন ১৯, ২০২৩, ০৬:২৬ পিএম হোমনায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুমিল্লার হোমনায় ১৩ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই ধর্ষণকারীর বিরুদ্ধে। গত ১৫ জুন উপজেলার শ্রীমদ্দি গ্রামের তোতা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে গত ১৮ জুন রবিবার দুই জনকে আটক করেছে হোমনা থানা পুলিশ। অভিযুক্তরা হলো তিতাস উপজেলা উত্তর আকালিয়া গ্রামের মোহাম্মদ ইনু মিয়ার ছেলে রাবিব হাসান নাঈম (১৯) এবং হোমনা সদর পূর্ব শ্রীমদ্দি সরকার বাড়ি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম সরকারের ছেলে মো. ইমন সরকার (২২)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভিকটিম শ্রীমদ্দি দরগা বাড়ির মাঠে খেলাধুলা করতে গেলে তরুণীকে ফুসলাইয়া সু কৌশলে রাবিব হাসান নাঈম এর নানা তোতা সরকারের বসত ঘরের বারান্দা রুমের ভিতর নিয়ে দুই দিন ধরে আটকিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দুই জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হোমনা থানার এজহার দাখিল করিলে তাদের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় আসামীদের আটক করা হয়।
এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত ওসি মো. সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় হোমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

Side banner