Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
অটোরিকশা চালক

নবীনগরে হত্যাকান্ডের ঘটনায় তিনজন গ্রেফতার


দৈনিক পরিবার | মো. শওকত আলী ডিসেম্বর ৬, ২০২৩, ০৯:১৭ পিএম নবীনগরে হত্যাকান্ডের ঘটনায় তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের এন্তাজ মিয়ার ছেলে অটোরিকশা চালক আরাফাত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশা সহ তিনজনকে গ্রেফতার করেছে নবীনগর থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মাঈনুদ্দিন, আড়াইহাজার উপজেলার ইসাক মিয়া ও সোনারগাঁও উপজেলার হোসেন মাহমুদ।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যাকারীদের ফাঁসির দাবিতে একালাবাসী নবীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে। আরাফাতের মা-বাবা খুনিদের ফাঁসি দাবী করেছেন।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আরাফাতকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় খুনিরা।

Side banner