নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ মিঠাবো গ্রামের তৌহিদুল ইসলাম জিসান বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছে। মঙ্গলবার রাতে মিঠাবো এলাকার খেলার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপগঞ্জের মিঠাবো গ্রামের আলমগীরের ছেলে তৌহিদুল ইসলাম জিসান রাজধানীর ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
মিঠাবো গ্রামের কামাল হোসেনের ছেলে ও জিসানের বন্ধু নাঈম হোসেনের সঙ্গে খেলার মাঠে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে নাঈম হোসেন সংগে থাকা জিসানের বুকে ও শরিরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে নাঈম হোসেন পালিয়ে যায়। পরে জিসানকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার রাত ১২টায় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জুবায়ের হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :