Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত


দৈনিক পরিবার | সিদ্দিকুর রহমান আগস্ট ১, ২০২৪, ০৫:৩৪ পিএম উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের গোলাগুলিতে একজন সাধারণ রোহিঙ্গা নিহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) ভোর পাঁচটার দিকে কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত রোহিঙ্গার নাম সৈয়দ করিম (৩৭)। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা ছিলেন।
সূত্র জানিয়েছে, ভোর সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি গুলি চালায় ক্যাম্পের দুই সন্ত্রাসী গ্রুপ। এ সময় উভয়পক্ষের মধ্যে অন্তত ২০ রাউন্ড গুলি বিনিময় হয়। গোলাগুলির এক ফাঁকে গুলি লেগে সৈয়দ করিম নামের একজন রোহিঙ্গার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Side banner