যশোরের চৌগাছায় আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (৩০ অক্টোবর) ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
চৌগাছা থানার পুলিশ আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এর আগে সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হন তার বড় ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন আশা। নিহতের সেজভাই আশিকুর রহমান ও ফুফাতো ভাই সাংবাদিক শাহানূর আলম উজ্জ্বল জানিয়েছেন, রাতে জগন্নাথপুর এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আনিসুর। এ সময় লেন্টু, হাদী, ওহিদুল, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
নিহত আনিসুরের বড়ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আশাকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করে বলে জানান শাহানূর আলম উজ্জ্বল।
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আনিসুর রহমানের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। আজ ভোর ৪টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে প্রতিপক্ষের হাতে তিনি গুরুতর আহত হন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।








































আপনার মতামত লিখুন :