Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
নিরাপত্তা বিষয়ক

হোমনায় কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. তপন সরকার নভেম্বর ১৩, ২০২৩, ০৭:৩৫ পিএম হোমনায় কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকার ঘোষিত বিদ্যালয় কেন্দ্রিক যৌন হয়রানী প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে ৫ সদস্য ঘোষিত কমিটি বিদ্যালয়ে ছাত্রীদের আসা যাওয়ার পথে বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও যৌন হয়রানী প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. ফারুক মমিন, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও প্রতিরোধ কমিটির সদস্য নাজমুন্নাহার, প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক ও সদস্য ইলা চক্রবর্তী, শিক্ষক ও সদস্য মোসাম্মৎ তাহেরা বেগম, শিক্ষক মো. মমিনুল ইসলাম ও মো.নজরুল ইসলাম প্রমুখ।

Side banner