কুড়িগ্রামের ফুলবাড়ীতে শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পানিমাছকুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিমাছকুটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ।
এসময় সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল সহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সমন্বয়ক হাসান সরকার চাঁদ সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :