Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

ঈদের সপ্তম দিন চ্যানেল আই-তে দেখুন ভাইয়ারে


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক এপ্রিল ২০, ২০২৩, ০৯:০৯ পিএম ঈদের সপ্তম দিন চ্যানেল আই-তে দেখুন ভাইয়ারে

ব্রেন এন্ড লাইফ হসপিটালের ২০২২ সালের আলোচিত ও প্রশংসিত সিনেমার নাম ভাইয়ারে। ভ্যান গাড়ি দিয়ে এই প্রথম রাসেল মিয়ায় ব্যতিক্রম প্রচারণায় দর্শকদের ছবিটি দেখার আগ্রহ সৃষ্টি হয়। পরে ২০২২ সালের ২ সেপ্টেম্বর দেশব্যাপী সিনেমা হলে ছবিটি মুক্তির পর দর্শক মহলে খুবই প্রশংসিত হয়। আনন্দের সাথে রাসেল মিয়া তাঁর ভেরিফাই ফেসবুক আইডি তে বেশ কিছুদিন আগে লিখেন ২০২২ সালে পরান, হাওয়ার পর একমাত্র ভাইয়ারে ছবির প্রযোজক মহোদয়ই সিনেমা হল থেকে টাকা ঘরে নিতে পেরেছেন। ফ্লিম সিন্ডিকেট এর কবলে না পড়লে ছবিটি দিয়ে আরও অধিক ব্যবসা করা সম্ভব ছিলো। পরিশেষে সিনেমা হলের সফলতার পর এবার চ্যানেল আই ঈদ আয়োজনের ৭ম দিনে সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। রাসেল মিয়া বিনয়ের সাথে সকল দর্শকদের বলেন, যারা সিনেমা হলে গিয়ে ভাইয়ারে দেখতে পারেননি দেশ-বিদেশে আপনাদের সকলকে চ্যানেল আই-তে ভাইয়ারে দেখার আমন্ত্রণ রইল। ইতোমধ্যে যারা সিনেমা হলে গিয়ে ভাইয়ারে দেখে ফেলেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।

 

Side banner