Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক মে ৭, ২০২৫, ০৯:১৭ এএম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবার আজীবন সম্মাননা পাচ্ছেন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। ১৯ মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। গত সোমবার খবরটি নিশ্চিত করেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রযোজক ইফতেখার মুনিম। আজীবন সম্মাননা প্রাপ্তির খবরে গত সোমবার ফেরদৌস আরা জানান, এটি তাঁর জন্য সম্মানজনক, একই সঙ্গে আগামী দিনের কাজের প্রেরণা।
কথা প্রসঙ্গে ফেরদৌস আরা বললেন, ‘শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে। যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করছি।’
ফেরদৌস আরা এ বছর একুশে পদকও পেয়েছেন। সেই প্রসঙ্গে ফেরদৌস আরা বললেন, ‘অনেকে বলেছেন, আমি দেরিতে একুশে পদক পেয়েছি; কিন্তু আমি বলতে চাই, আমার জন্য নির্ধারিত সময়ে তা এসেছে। তবে আমি বরাবরই শিল্পীদের জীবদ্দশায় এবং কর্মক্ষম থাকা অবস্থায় পুরস্কার প্রদানের পক্ষে। কারণ, পুরস্কার পাওয়ার পর শিল্পী যেন তাঁর শিল্পকর্ম দিয়ে সমাজে আরও অবদান রাখতে পারেন। সমাজকে আলোকিত করায় ভূমিকা রাখতে পারেন। আমি মনে করি, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননাও আমার ঠিক সময়ে পাওয়া হচ্ছে। এতে আমার আগামী দিনের কাজ আরও ভালো করে করার দায়িত্ব বাড়বে। এখনো আমি গাইতে পারছি। ছেলে মেয়েদের শেখাচ্ছিও। যাদের শেষ সময়, গাইতে পারছেন না বা মারা গেছেন, তাদের পুরস্কার দেওয়ার কোনো অর্থ হয় না। এতে হয়তো দায় এড়ানো হয়; কিন্তু শিল্পীকে ঠিকঠাক সম্মান জানানোটা হয় বলে আমার মনে হয় না।’
‘যাঁরা গান করেন বা সংগীত জগৎ বা শিল্প সাহিত্যের জগতের সঙ্গে থাকেন, তাঁরা কেউই সেটি পুরস্কারের জন্য করেন না। তাঁরা সেটি ভালো লাগা থেকে করেন, যা থেকে আমরা সবাই আনন্দিত হই। আমরা তাদের সম্মানিত করে আনন্দিত হই,’ পুরস্কার নিয়ে এমনটাই বললেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

Side banner