জীবন বন্ধুত্ব ছাড়া যেন অসম্পূর্ণ এক যাত্রা। সবার জীবনে কমবেশি বন্ধুর দেখা মেলে, আর এই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে মনের গভীরতার ছোঁয়ায়। রক্তের বন্ধন না থাকলেও বন্ধুর সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে. তা হয় আত্মার বন্ধন। কিন্তু প্রকৃত বন্ধু পাওয়া আজকাল কঠিন হয়ে পড়েছে।
কখনও কি ভেবেছেন, আপনার চারপাশের বন্ধুরা আসলেই কি আপনার প্রকৃত বন্ধু? বন্ধুত্ব গড়ে ওঠে একে অপরকে বোঝার মধ্য দিয়ে, আর সবার সঙ্গে তেমন গভীর বন্ধুত্ব সম্ভব নয়। তাই যাদের বন্ধু বানাচ্ছেন, তাদের সত্যিকারের যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি। চলুন, দেখে নেওয়া যাক প্রকৃত বন্ধুকে চেনার কিছু নির্দিষ্ট লক্ষণ।
বিশ্বাসের নিরাপদ আশ্রয়
বন্ধু মানেই এমন একজন যাকে বিশ্বাস করে মনের কথাগুলো অবাধে বলা যায়। কিন্তু যদি আপনার গোপন কথা অন্যত্র ছড়িয়ে পড়ে বা তা গোপনীয়তা ভঙ্গ করে, তাহলে সেই মানুষ কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। মনের কথা খুলে বলার জায়গা খুঁজে পেতে হলে বন্ধুদের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস থাকতে হয়।
একই মানসিকতার সমঝোতা
বন্ধুত্ব গড়ে ওঠে এক ধরনের মানসিক সমঝোতার ওপর। যখন দুজনের চিন্তাভাবনা, অনুভূতি ও মানসিক দিকগুলো মিলে যায়, তখন সম্পর্কটা প্রকৃত বন্ধুত্বে রূপ নেয়। তাই বন্ধুত্বের প্রথম শর্ত মানসিকতার একসঙ্গে চলা। এর জন্য আগে থেকেই তার মানসিক অবস্থা বুঝে নেওয়া বাঞ্ছনীয়।
অটল বিশ্বাসের বন্ধন
বিশ্বাস যে বন্ধুত্বের ভিত্তি, এতে সন্দেহ নেই। বন্ধুর ওপর পুরোপুরি নির্ভর করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া উচিত। এমন বন্ধুকে খুঁজে নিতে হবে যে কখনো বিশ্বাসভঙ্গ করবে না বা আঘাত দেবে না।
ব্যক্তিগত বিষয় নিয়ে অবজ্ঞা নয়
যে বন্ধু আপনার ব্যক্তিগত দুর্বলতা নিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে ঠাট্টা করে, তাকে কখনোই প্রকৃত বন্ধু ভাবা যায় না। মজার ছলে যদি কেউ আপনার আবেগ বা গোপন বিষয়কে ছোট করে দেখায়, তাহলে বুঝতে হবে সে বন্ধুত্বের আড়ালে মিথ্যা রূপ ধারণ করেছে।
হিংসা আর প্রতিযোগিতা নয়
যে বন্ধু আপনার সাফল্যের বিপরীতে হিংসা করে বা আপনাকে কৃত্রিম প্রতিযোগিতায় ঠেলে দেয়, সে কখনও প্রকৃত বন্ধু নয়। বন্ধুত্বের মধ্যে হিংসা বা প্রতিযোগিতার স্পর্ধা থাকলে সম্পর্ক টেকসই হয় না।
উদার মনের পরিচয়
প্রকৃত বন্ধু সবসময় উদার হয়, এমনকি ছোটখাটো বিষয়েও কৃপণতার পরিচয় দেয় না। বন্ধুত্বে যদি কোনো বিষয়ে স্থান হয় উদারতার অভাবে দূরত্ব তৈরি হয়, তবে সে সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা কম।
ক্রুটির প্রতি সহনশীলতা
কোনো মানুষই সম্পূর্ণ নয়, প্রত্যেকেরই কিছু না কিছু দোষ থাকে। প্রকৃত বন্ধু সে যিনি অপরের ত্রুটি মেনে নিতে পারেন এবং প্রয়োজনে বন্ধুকে তার ভুল বুঝিয়ে দেন। ভালো বন্ধুই অন্যের উন্নতির জন্য কাজ করে।
এই গুণাবলীর মাধ্যমে আপনি আপনার বন্ধুমহলে প্রকৃত বন্ধু এবং ছদ্মবন্ধু আলাদা করতে পারবেন সহজেই। বন্ধুত্বে যতো খানি বুদ্ধি আর মনোযোগ দেওয়া হয়, সেগুলোই সম্পর্ককে করে টেকসই ও সত্যিকারের। তাই চোখ বন্ধ করে বিশ্বাসের আগে এই বিষয়গুলো নিশ্চিত করে নিন।
আপনার মতামত লিখুন :