Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

একটি উৎকৃষ্ট কবিতার জন্ম


দৈনিক পরিবার | সাইদুর রহমান ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৭:১৬ পিএম একটি উৎকৃষ্ট কবিতার জন্ম

রৌদ্রময় বসন্ত সকালের বদান্যতায় জন্ম নিতে পারে একটি উৎকৃষ্ঠ কবিতা। শিমুল-পলাশের অপরুপ
সৌন্দর্যে  সৃষ্টি হতে পারে একটি
নান্দনিক কবিতা।
দূর আকাশে বিচরণরত চিলের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন কবি
লিখে ফেলতে পারেন কিছু
চমকপ্রদ পঙক্তিমালা।
কবির ভান্ডারে রয়েছে অজস্র
শব্দের মিছিল।
উত্তাল সাগরের ঢেউ দেখে দেখে
কবি রচনা করতে পারেন
একটি সতেজ কালজয়ী কবিতা।
পাহাড়ি ঝর্ণার কল্লোলে বিমোহিত হয়ে কবির কলম হয়ে উঠে সরব।
সবুজ বনানী কবির হৃদয়ে জাগায়
কাব্যের বিস্ফোরণ।
প্রেয়সীর দেয়া আঘাত থেকে কবি
পেয়ে যান কবিতার মালমশলা।
কবির একমুহূর্তের ভাবনার প্রতিফলন ঘটে কবিতা সৃষ্টির মাধ্যমে। কবিতা ও কবির
সহাবস্থান চলে আসছে
যুগযুগ ধরে। স্মরণাতীত কাল থেকে।
কবির মৃত্যু হয়,
বেঁচে থাকে তার কবিতা।

মাসদাইর, নারায়ণগঞ্জ।

 

Side banner