Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তথ্যমন্ত্রীর সঙ্গে ১৩ বিদেশি সাংবাদিকের সাক্ষাৎ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ১৯, ২০২২, ১১:৩১ পিএম তথ্যমন্ত্রীর সঙ্গে ১৩ বিদেশি সাংবাদিকের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ১৩ জন বিদেশি সাংবাদিক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ১১টি দেশ থেকে আগত সেসব সাংবাদিকদের কাছে বাংলাদেশের গণমাধ্যম খাতসহ সামগ্রিক উন্নয়নচিত্র তুলে ধরেন। একইসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আলজেরিয়া, বাহরাইন, বুলগেরিয়া, কম্বোডিয়া, হংকং, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্পেন, ভিয়েতনাম থেকে আগত সাংবাদিকরা গত ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ সফর করছেন। এরই মধ্যে তারা বেশ কিছু শীর্ষ দর্শনীয় স্থানসহ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আগামী ২০ ডিসেম্বর তাদের সফর শেষ হবে।

 

Side banner

গণমাধ্যম বিভাগের আরো খবর