Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

সারাদেশে ইউএনওদের বদলির নির্দেশ ইসির


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৩, ১২:০৪ এএম সারাদেশে ইউএনওদের বদলির নির্দেশ ইসির

সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি চাকরির সময় হয়েছে, তাদের অন্য জেলায় বদলীর প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।
এর আগে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির নির্দেশ দেয় ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
ওই চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেশের সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। যেসব ওসিদের মধ্যে যাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরি সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা থানায় বদলি করতে বলা হয়।

Side banner