Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ ১৪৩২

কৃষিবিদ পলাশ ও আবদুল খালেকের বহিস্কারাদেশ প্রত্যাহার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:৫৩ পিএম কৃষিবিদ পলাশ ও আবদুল খালেকের বহিস্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ও সাবেক সভাপতি আবদুল খালেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে উভয়ের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।
এদিকে কৃষিবিদ মেহেদী হাসান পলাশের বহিস্কারাদেশ প্রত্যাহারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

Side banner