ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদার।
তিনি বলেন, ফেরদৌস আরা এক কঠিন দুঃসময়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেয়ার পর উপজেলা প্রশাসনের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে। নিজের মেধা মনন ও দক্ষতায় তিনি সবকিছু সামলে নিয়েছেন এবং সুন্দরভাবে প্রশাসন চালিয়েছেন। তিনি নিয়মিতভাবে জনগণের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতেন। প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার আকস্মিক প্রয়াণে বাঞ্ছারামপুরের মানুষের মধ্যে শোক ও শূন্যতার অনুভূতি সৃষ্টি হয়েছে। আল্লাহপাকের কাছে তার জন্য দোয়া করছি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানী ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।








































আপনার মতামত লিখুন :