Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন বিএনপি প্রার্থী


দৈনিক পরিবার | মজনুর রহমান আকাশ এপ্রিল ২৮, ২০২৪, ০৪:৫৬ পিএম উপজেলা নির্বাচন থেকে সরে গেলেন বিএনপি প্রার্থী

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রোমানা আহমেদ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই সরকারের অধীনে সকল নির্বাচন বর্জনে বিএনপির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। রোববার (২৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
রুমানা আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি এ নির্বাচনে ভাই চেয়ারম্যান প্রার্থী হন। ২২ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তবে রুমানা আহমেদ তার পদে অনড় ছিলেন। এরপরে ২৭ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে মেহেরপুর জেলা বিএনপি।
বহিষ্কারের বিষয়ে রোমানা আহমেদ বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করা আমার অনিচ্ছাকৃত ভুল।  এর জন্য দলীয় নীতি নির্ধারক এবং মেহেরপুর জেলার নেতাকর্মীদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।
সংবাদ সম্মেলনে রুমানা আহমেদের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান।

Side banner