জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামের স্ত্রীর নামে ঝুঁকিপূর্ণ নারী উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) কার্ড পাওয়া গেছে। ওই কার্ডে স্বামীর নাম গোপন করে পিতার নাম ব্যবহার করা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের নীতিমালা অনুযায়ী-দুস্থ, বিধবা, তালাকপ্রাপ্ত, ভূমিহীন এবং নিয়মিত আয়ের উৎসবিহীন নারীরাই ভিজিডি সুবিধার আওতায় আসবেন। অথচ ঘোষেরপাড়া ইউনিয়নে সচ্ছল পরিবারের সদস্যরাও তালিকাভুক্ত হয়েছেন।
ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ৩৫৬ জন উপকারভোগীর তালিকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী মোছা. স্বপ্না খাতুনের নাম রয়েছে।
চেয়ারম্যান সেখানে অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে চেয়ারম্যানের শশুর আব্দুল হামিদের নাম। এদিকে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দ্বন্দ্বের কারণে প্রায় এক মাস ধরে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ বন্ধ রয়েছে। উপজেলার অন্য ১০ ইউনিয়নে বিতরণ সম্পন্ন হলেও ঘোষেরপাড়ায় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নানান অনিয়ম দুর্নীতি নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রায় এক মাস আগে লিখিত অভিযোগ করছেন পরিষদের ১০ ইউপি সদস্য।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃত দুস্থ নারীরা বঞ্চিত হলেও জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজন ও সচ্ছল ব্যক্তিরাই অধিকাংশ ভিজিডি কার্ড পেয়েছেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা হলেও জনপ্রতিনিধিরা স্বজনদের কার্ড দিয়েছেন। লটারিরে নামে শুধুমাত্র নাটক করা হয়েছে।
ইউপি সদস্য জয়নাল আবেদীন লেবু বলেন, চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজের ইচ্ছেমতো পরিষদ পরিচালনা করছেন। এমনকি নিজের স্ত্রীর নামেও ভিজিডি কার্ড নিয়েছেন। তার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ১০ জন ইউপি সদস্য মিলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
আরেক সদস্য মুসলিম উদ্দিন বলেন, চেয়ারম্যান ট্যাক্স আদায়সহ নানা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। ইউপি সদস্যদের কাউকেই পরিষদে ঢুকতে দেন না।
ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি হিসেবে ভিজিডি কার্ড নেওয়া অনৈতিক। ইউপি সদস্যরা আসছেন না বলেই চাল বিতরণ বন্ধ রয়েছে।
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ইউপি সদস্যরা নিজেরাই পরিষদে আসেন না। তাদের কেউ বাধা দেয়নি।
জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী খানম বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








































আপনার মতামত লিখুন :