Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী ওবাইদুর রহমান


দৈনিক পরিবার | কুড়িগ্রাম প্রতিনিধি মার্চ ৯, ২০২৪, ০৯:৩৮ পিএম কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী ওবাইদুর রহমান

কুড়িগ্রামে জেলা পরিষদের উপ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৫২৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাফর আলী আনারস প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট। আর কাপ পিরিচ প্রতীকের প্রার্থী এস এম ছানালাল বকসী পেয়েছেন ১৪ ভোট।
শনিবার (৯ মার্চ) জেলার ৯ উপজেলার  ৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোট দেন ভোটাররা।
জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন মো. জাফর আলী। পরে জেলা পরিষদের শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদে আবারও আনারস প্রতীক নিয়ে নিবার্চন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমানের মোটরসাইকেল প্রতীকের কাছে ৫৯ ভোটে পরাজিত হন তিনি। এ নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১ হাজার ১৩ জন।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, জেলার ৯টি উপজেলায় ৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বেসরকারিভাবে ৫৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আ ন ম ওবাইদুর রহমান।

Side banner