Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
ব্রাহ্মণবাড়িয়া জেলার

বাঞ্ছারামপুরে ইসলামি সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. নাছির উদ্দিন নভেম্বর ১৭, ২০২৩, ০২:১৭ পিএম বাঞ্ছারামপুরে ইসলামি সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি মধ্যপাড়া মোল্লা বাড়ীর জামে মসজিদের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাদ আছর হইতে মধ্যরাত রাত পর্যন্ত ১৫তম বার্ষিক সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কমান্ডারের সভাপতিত্বে কৃষ্ণনগর জামে মসজিদের খতিব মাওলানা মো. জাকির হোসেন ও হাফেজ রুবেল সিকদারের সঞ্চালনায় সুন্নি মহাসম্মেলনে প্রধান আকর্ষণ হিসাবে বয়ান করেন, খাদেম বিশ্ব জাকের মঞ্জিলের আল্লামা কারী মাওলানা রুহুল আমিন ছিদ্দিকী, মাগুরা।
প্রধান বক্তা হিসাবে বয়ান করেন, মালাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সিরাজী ব্রাহ্মণবাড়িয়া।
এছাড়াও স্থানীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি আলমগীর হোসাইন মাহমদি সহ ওলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান পেশ করেন।
মহা সুন্নি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি হাজী রোশন মিয়া, হাজী আবুল কাশেম, আব্দুল কাদির মোল্লা, মিলন মিয়া, সিদ্দিকুর রহমান, আব্দুল মান্নান সরকার।
সার্বিক সহযোগিতায় মো. আমির হোসেন সিকদার, মো. নূরুল ইসলাম, কাইয়ুম সিকদার, মোতালিব সরকার, মহিউদ্দিন মোল্লা, মনির সরকার, জমির মিয়া।
ব্যবস্থাপনায় দৈনিক আলোর সময় পত্রিকার বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি মো. নাছির উদ্দিন।
উক্ত মাহফিলের দিনে হঠাৎ করে বিকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়াতেও বাঞ্ছারামপুর হোমনা উপজেলার কয়েক শতাধিক নারী পুরুষ ভক্ত আশেকান ধর্মপ্রাণ মুসল্লী সম্মেলনে অংশগ্রহণ করেন।
সব শেষে কবরবাসী সহ বিশ্বের সকল মুসলমানের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত শেষে অতিথিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

 

Side banner