Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
সভাপতি মাসুদুর রহমান সম্পাদক সাইফুল ইসলাম

পাথরঘাটায় জাতীয় ইমাম সমিতির কমিটি গঠিত


দৈনিক পরিবার | আরিফ তৌহীদ সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:১৮ পিএম পাথরঘাটায় জাতীয় ইমাম সমিতির কমিটি গঠিত

বরগুনার পাথরঘাটায় জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় দুই শতাধিক ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।
তাই ফান্ড জামে মসজিদের ইমাম মাওলানা হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা জহিরুল হক, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা জামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. শামীম আহসান, ইসলামী আন্দোলন পাথরঘাটার সাভাপতি ডা. সোহাগ বাদশা, পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা গোলাম কিবরিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা মাসুদুল আলমকে সভাপতি ও ক্বারী সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হাফেজ মো. রাকিবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

Side banner