Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
৪১টি মন্দিরে হবে দুর্গোৎসব

সোনাতলায় দুর্গাপূজা উপলক্ষে প্রাক-প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | বিকাশ স্বর্নকার, বগুড়া সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৪:৩৭ পিএম সোনাতলায় দুর্গাপূজা উপলক্ষে প্রাক-প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রাক-প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। থানা প্রশাসন কর্তৃক আয়োজিত এতে সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার।
এতে বক্তব্য রাখেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ৯ই অক্টোবর থেকে শুরু হওয়া হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল দুর্গা মন্দিরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে আমাদের বিট অফিসার রয়েছে তারা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। সেই সাথে যেকোনো সময় যেকোনো সমস্যা মনে করলেই আমাকে তাৎক্ষণিক জানাবেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা পরিষদের সহ-সভাপতি অতুল সরকার,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, হাট করমজা হরপারবতী দুর্গা মন্দিরের সভাপতি গোপাল রায়, বালুয়াহাট সাহা বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি মন্টু সাহা, হাট করমজা দুর্গা মন্দিরের সভাপতি অতুল চন্দ্র দাস, মধুপুর উত্তর পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবীর পাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চড়পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক মৃণাল ঘোষ, কানুপুর মন্দির কমিটির সভাপতি রাধীকা সুত্রধর, কানুপুর মাঝিপাড়া মন্দির কমিটির সভাপতি রতন দাস, কানুপুর মাঝিপাড়া মন্দির কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র দাস সহ থানার দ্বায়িত্ব প্রাপ্ত অফিসার বৃন্দ।

Side banner