Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সিরিজ জয় জুলাই শহীদদের নামে উৎসর্গ লিটনের


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০২৫, ০১:৪৮ পিএম সিরিজ জয় জুলাই শহীদদের নামে উৎসর্গ লিটনের

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বুধবার কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। আর এই কৃতিত্বপূর্ণ জয়টি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস উৎসর্গ করেছেন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে লিটন বলেন, এটা জুলাই মাস, আর এই মাস আমাদের জন্য অনেক আবেগের। আমরা এই সিরিজ জয়টি জুলাইয়ের শহীদদের প্রতি উৎসর্গ করতে চাই।
এর আগে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজে হারের পর টাইগাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়। যদিও সিরিজের প্রথম ম্যাচে তারা সাত উইকেটের ব্যবধানে হেরেছিল।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮৩ রানের বড় ব্যবধানে জয় পায় —যা কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বাংলাদেশের সর্ববৃহৎ জয়।
এরপর শেষ ম্যাচে ২১ বল হাতে রেখে আট উইকেটের সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

Side banner