Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ‘ফিফটি’র রেকর্ড হালান্ডের


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:২৯ পিএম চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ‘ফিফটি’র রেকর্ড হালান্ডের

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করল ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে সিটির হয়ে এক গোল করা আর্লিং হালান্ড ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দ্রুততম ৫০ গোল করার রেকর্ড গড়েছেন। এক্ষেত্রে তিনি খেলেছেন ৪৯ ম্যাচ। এতদিন রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুড ভ্যান নিস্টলরয়ের (৬২ ম্যাচ)।
দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে হালান্ড ম্যানসিটি সতীর্থ ফিল ফোডেনের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন, ‘মনে হচ্ছে সে প্রতিটি রেকর্ডই ভেঙে দেবে। এই বয়সে সে যা করছে তা সচরাচর শোনা যায় না।’ হালান্ডের বয়সটা এখন মাত্র ২৫, তিনি চাইলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল (১৪১) করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও ঠিক করতে পারেন।
নরওয়েজিয়ান তারকাকে নিয়ে তেমন আশা–ই করছেন সিটি কোচ পেপ গার্দিওলাও, ‘সংখ্যাই বলে দিচ্ছে (কী চলছে)। যদি সে ১০-১২ বছর খেলতে পারে এবং এমন উন্নতির প্রক্রিয়া ধরে রাখে, অবশ্যই (সে পারবে)। তাকে পেয়ে আমরা অনেক সৌভাগ্যবান।’ এর আগে ২০২২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে ভ্যান নিস্টলরয়ের দ্রুততম ৩০ গোলের রেকর্ডও ভেঙেছিলেন হালান্ড। একই বছর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগেও দ্রুততম ৫০ গোলের নজির গড়েন।
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। এখন পর্যন্ত তিনি ১৫১ ম্যাচে ১৩০টি গোল করেছেন। চলতি মৌসুমে একইভাবে গোলের ক্ষুধা দেখিয়ে চলেছেন হালান্ড। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৭ ম্যাচে তার গোল ১২টি। সম্প্রতি মলদোভার বিপক্ষে নরওয়ের ১১-১ ব্যবধানে জয়ের ম্যাচেও এই গোলমেশিন ৫ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয় লিগের সর্বোচ্চ গোলদাতাদের এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন হালান্ড, ছাড়িয়ে গেছেন আলফ্রেডো স্টেফানো ও জ্লাতান ইব্রাহিমোভিচকেও। উয়েফার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার অবস্থান বর্তমানে যৌথভাবে দশম। সমান গোলে তার পাশাপাশি আছেন ফিলিপে ইনজাঘি এবং এক গোলে এগিয়ে থিয়েরি অঁরি।
অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে। বার্সেলোনার সাবেক এই তারকা টুর্নামেন্টটিতে ২৪ বছর ২৮৪ দিন বয়সে ওই কীর্তি গড়েন। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৬০ (৮০ ম্যাচ) ও ৭০ গোলের (৯০ ম্যাচ) রেকর্ডটিও আর্জেন্টাইন মহাতারকার দখলে। যা পরবর্তী লক্ষ্য হতে পারে হালান্ডের। ৭৯ ম্যাচে ৫০ গোল করা কিলিয়ান এমবাপের বর্তমান গোলসংখ্যা ৫৭।
একই প্রতিযোগিতায় দ্রুততম (১০০ ম্যাচ) ৮০ গোলের রেকর্ড রয়েছে বার্সেলোনা ও পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডফস্কির। তিনি এখনও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় (১০৫)। সামনে আছেন যথাক্রমে রোনালদো (১৪১) ও মেসি (১২৯)। যদিও এই দুই মহাতারকাই ইউরোপীয় ক্লাব ছেড়েছেন বছর দুয়েক আগে।

Side banner