Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে দাঁড়াল পাটগ্রাম উপজেলা প্রশাসন


দৈনিক পরিবার | জহুরুল হক জনি সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৯:১২ পিএম দুর্ঘটনায় নিহত দুই পরিবারের পাশে দাঁড়াল পাটগ্রাম উপজেলা প্রশাসন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত বেলাল হোসেন এবং গাছ চাপায় নিহত রহমত আলীর পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিহতদের পরিবারের হাতে এ অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুদান হিসেবে নিহত পাটগ্রাম ইউনিয়নের বেলাল হোসেনের পরিবার এবং জগতবেড় ইউনিয়নের রহমত আলীর পরিবারকে পৃথকভাবে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নিহত পরিবারের শোকসন্তপ্ত স্বজনদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য এ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস প্রদান করেন।
নিহতদের পরিবার এ অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

Side banner