Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে

বাঁধনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি


দৈনিক পরিবার | মো. ফারহান সাদিক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৯:২১ পিএম বাঁধনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানবিক উদ্যোগে প্রায় ৭০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করে।
এ বিষয়ে এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান সিয়াম বলেন, আমাদের ক্যাম্পাসে এমন আয়োজন এই প্রথম দেখলাম। বাঁধনের প্রতি কৃতজ্ঞতা জানাই এমন সুন্দর ও প্রয়োজনীয় উদ্যোগের জন্য। আশা করি ভবিষ্যতে আরও সামাজিক কার্যক্রমের আয়োজন হবে।
এসময় একজন স্থানীয় বাসিন্দা জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগে আমরা বাড়ির কাছেই বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পেয়েছি। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
বাঁধন বরিশাল ক্যাম্পাসের কোষাধ্যক্ষ জাওয়াদুল ইসলাম জামিন বলেন, আলহামদুলিল্লাহ, আজকের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা শুধু রক্তের গ্রুপ নির্ণয় করিনি, শিক্ষার্থীদের হাতে-কলমে এ প্রক্রিয়া শেখানো হয়েছে। মানবতার কল্যাণে বাঁধন সবসময়ই নিবেদিত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এই আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

Side banner