Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৩, ২০২৫, ১২:০৮ পিএম বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

এখনও পুরো সংস্কার কাজ শেষ হয়নি ক্যাম্প ন্যু’র। তবে ১ লাখ ৫ হাজার ধারণক্ষমতার ঐতিহাসিক এই মাঠে আপাতত ৪৫ হাজার দর্শকের অনুমতি মিলেছে। ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে তারা লা লিগার শীর্ষস্থানে উঠল।
গতকাল (শনিবার) রাতে নিজেদের চিরচেনা পিচে পা রেখে বিলবাওয়ের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করেছে স্বাগতিক বার্সেলোনা। তাদের পক্ষে ফেররান তোরেস জোড়া, রবার্ট লেভান্ডফস্কি ও ফারমিন লোপেজ একটি করে গোল করেছেন। গোল না পেলেও দারুণ পারফরম্যান্সের মাঝে দুটি অ্যাসিস্ট করেছেন লামিনে ইয়ামাল। পুরো ম্যাচে ৬৮ শতাংশ পজেশনের সঙ্গে ১৯টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সা। ১৩ শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে ছিল বিলবাওয়ের।
বার্সেলোনার একের পর আক্রমণে বিলবাওকে তটস্থ হয়ে তো ছিল–ই, পাশাপাশি ৫৪ মিনিটে ওইহান সানচেট লাল কার্ড দেখায় বাকি সময়ে তাদের ১০ জন নিয়ে খেলতে হয়েছে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে গোলরক্ষক হুয়ান গার্সিয়া এবং শেষদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। খেলার শুরু থেকেই বিলবাওকে চেপে ধরেছিল কাতালানরা, তারই সুবাদে ৪ মিনিটে লিড পেয়ে যায় লেভান্ডফস্কির পা থেকে। পোলিশ স্ট্রাইকার বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান। চলতি লা লিগায় ১০ ম্যাচে এটি তার অষ্টম গোল।
মিনিট পনেরো পর ব্যবধান বাড়ানোর সুযোগ পাওয়া লোপেজের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। ফিরতি শট নিয়েছিলেন দানি ওলমো, কিন্তু সেটি লক্ষ্যে ছিল না। বিপরীতে সফরকারী বিলবাও তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি বার্সা গোলরক্ষক গার্সিয়াকে। বিরতির আগমুহূর্তে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। ইয়ামালের কাছ থেকে পাস পেয়ে বক্সে নিচু শট নেন তিনি, সিমন প্রায় ঠেকিয়ে দিলেও সেটি জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধে ফিরেই তৃতীয় মিনিটে স্কোরশিটে নাম তোলেন লোপেজ। জোরালো শটে তিনি গোলটি করেন। কিছুক্ষণ বাদেই তাকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাও মিডফিল্ডার সানচেট। ৮০ মিনিটে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে বার্সা গোলরক্ষক গার্সিয়া জোরালো শট ঠেকান। ৮০ মিনিটের পর গত সেপ্টেম্বরে চোটের কারণে ছিটকে যাওয়া রাফিনিয়া বদলি হিসেবে নামেন। ৯০তম মিনিটে তোরেস দ্বিতীয় ও দলের চতুর্থ গোল পেয়ে যান। ইয়ামালের দারুণে পাসে বক্সে ঢুকে তিনি পরাস্ত করেন বিলবাও গোলরক্ষককে।
এ নিয়ে বিলবাওয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচে অপরাজেয় রইলো হ্যান্সি ফ্লিকের বার্সা, এর মধ্যে ১০টিতেই জিতেছে। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার দিনে ১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে কাতালানদের পয়েন্ট ৩১। একটি ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। তারা পিছিয়ে আছে গোল ব্যবধানে।

Side banner