Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

দেশীয় মাছের বংশ রক্ষা


দৈনিক পরিবার | নাজমুল হক সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৭:২৯ পিএম দেশীয় মাছের বংশ রক্ষা

বুড়িগঙ্গা নদীতে সাকার ফিস নিয়ে বেশ কিছু প্রতিবেদন দেখলাম। সত্যিই এই মাছ এখন আতঙ্ক ও উদ্বেগের বিষয়। সাকার ফিস একটি রাক্ষুসে মাছ এবং মানুষের খাবার উপযোগী নয়। উন্নত বিশ্বের কিছু কিছু দেশ এই মাছ থেকে কুকুর ও বিড়ালের খাদ্য তৈরীতে ব্যবহার হয়। কিন্তু বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের সেই সৌখিনতার সুযোগ নেই, যেখানে অনেকেরই আর্থিক অবস্থা ভাল নয়। গত তিন চার বছর ধরে জেলেরা বিশেষ করে বুড়িগঙ্গা নদীতে আমাদের দেশীয় মাছগুলো পাচ্ছেনা। অর্থাৎ, দেশীয় মাছগুলো যেমন: মলা ডেলা, পুটি, কই, শিং, মাগুর, বাইলা, বাইম, টেংড়া, কাচকি, চাপিলা সহ শতশত প্রজাতির মাছ। এই মাছের ঘনত্ব এতো বেশী যে জাকি (আমার আঞ্চলিক ভাষায়) জালে এক একবার বিশ থেকে ত্রিশ কেজি পর্যন্ত এই মাছ উঠে। এই ঘনত্বে শুধু দেশীয় ছোট মাছ কেন! রুই কাতলা, বোয়াল, শোল থেকে শুরু করে যত প্রজাতির মাছই হোক না কেন কারোরই বংশবৃদ্ধি সম্ভব না। কেননা মাছের ডিম থেকে বাচ্চা ফোটা ও পোনার বেড়ে ওঠা অসম্ভব। বড় হওয়ার আগেই এই সাকার ফিস সব খেয়ে ফেলবে। শুধু বুড়িগঙ্গা কেন এই মাছ সব নদীতে ছড়িয়ে পড়াটা অসম্ভব না। কেননা পানি প্রবাহের সাথে সাথে মাছও বিভিন্ন নদ নদীতে ছড়াবে। এখনই ব্যবস্থা না নিলে লাখ লাখ জেলেরা অসহায় হয়ে পড়বে সেই সাথে আমিষের অভাব প্রকট হবে এবং আমরা হারাবো হাজার হাজার প্রজাতির এই স্বাদু পানির মাছ। আমার মতামত বড় সাইজের পাঙ্গাস বা বোয়াল মাছ নদীতে ছেড়ে দিলে, আমাদের দেশীয় মাছের বংশ রক্ষা হতে পারে। এক রাক্ষুসে মাছকে আরেক রাক্ষুসে মাছ দিয়ে নিধন করতে হবে। তাছাড়া স্বাভাবিক অর্থে কিটনাশক বা বিষ প্রয়োগ অবাধ জলের জন্য অসম্ভব। অবশ্য তার আগে আমাদের দেশীয় প্রজাতির মাছগুলোর সংরক্ষণ করতে হবে। যেকোনো বিবেচক এটা মানবেন যে এটা একটা দীর্ঘমেয়াদী ও ব্যয় সাপেক্ষ প্রক্তিয়া তথাপিও অন্য কোন উপায় কি আছে? আমাদের মৎস্য অধিদপ্তর কি বিষয়টি নিয়ে কিছু ভাবছেন? গবেষকদের কি এই মাছ নিধনের কোনো পরিকল্পনা আছে? বিষয়টি যেন বাংলাদেশ সরকার ও মৎস্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের স্লোগানকে স্বার্থক করেন।
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয়তু দেশরত্ন শেখ হাসিনা ওয়াজেদ।
ধন্যবাদ।
নাজমুল হক
সাংগঠনিক সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।

Side banner