কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. রেহেনা খাতুন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহকারী প্রধান শিক্ষক আল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মজিদ, শিক্ষার্থী উম্মে আয়মান এশা, আল লাবিবা, রাফিয়া তাবাসসুম প্রমুখ।
উল্লেখ্য, কন্যা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়।
আপনার মতামত লিখুন :